স্ট্যাচু অব লিবার্র্টর রঙ সবুজ হলো কেমন করে?
আমেরিকানদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে ফরাসিরা এতই খুশি হয়েছিল যে, তাদের স্বাধীনতার স্মারক হিসেবে ব্যয়বহুল এক অতিকায় লেডি মূর্তি তৈরি করে উপহার হিসেবে পাঠাল আমেরিকায়। স্ট্যাচু অব লির্বাটি যখন প্রথম স্থাপন করা হয়েছিল, তখন এর রং সবুজ ছিল না। তাহলে ওটা সবুজ হলো কেমন করে? খুব সহজ উওর এতে সবুজ রঙ করা হয়েছে। কিন্তু না। এটা স্থাপন করার পর থেকে এখানে কখনোই ছোয়া বা স্প্রে করা হয়নি। তাহলে? লেডি লিবার্টির রঙ পরিবর্তন হয়েছে এক ধরণের রাসায়নিক পরিবর্তন এর মাধ্যমে যাকে বলে অক্সিডেশন। বাতাসে অক্সিজেন যখন অন্য কোনো ধাতুর সংস্পর্শে আসে তখন এই রাসায়নিক পরিবর্তনটি হয়ে থাকে। লেডি লির্বাটির ত্বক ও পোশাক তৈরি করতে তার ফরাসি স্থপতি ফ্রেডেরিক আগাস্টা বার্থোল্ডির ৩০০ খানি তামার পাত ব্যবহার করেছেন। প্রতিটি পাতের পুরত্ব একেকটি কয়েনের সমান। কিন্তু তার ত্বক ও পোশাকের নিচের অবকাঠামোটি তৈরি করতে বার্থোল্ডি ব্যবহার করেছেন চারটি অতিকায় লোহার কলাম। এই ৩০০টি তামার পাত দিয়েই সু্ন্দর অবয়ব ও পোশাকাবৃত করা হয়েছে লেডি লিবার্টিকে। আর তামা বাইরের বাতাসের সংস্পর্শে এসেই অক্সিডেশনের ফলে সবুজ রঙ ধারণ করেছে।
Comments
Post a Comment