বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল
বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। চমৎকার এ পাখিটি Muscicadae পরিবারবর্গের এবং Urdinae উপগোত্রভুক্ত। বিশ্বে মোট এর প্রজাতি ও উপজাতির সংখ্যা ৩১০। সুন্দর এ পাখি চমৎকার শিস দেয়। লেজের ডগা নাচায়। স্ত্রী-পুরুষের রঙ, আকার ও চেহারায় পার্থক্য আছে। লম্বাটে লেজ। বন-বাগান, মাঠঘাট, বাড়িঘরের আশেপাশে থাকতে ভালবাসে। শহরেও দোয়েলের দেখা মেলে।
সুন্দর দোয়েল হচ্ছে সাধারণ দোয়েল (ম্যাগপাই রবিন), কালো দোয়েল (ইন্ডিয়ান রবিন), কালো পিঠ দোয়েল, থ্রাশ, হুইনচাট প্রভৃতি।
দোয়েল পাখি পোকামাকড়, কীটপতঙ্গ খায়। মিষ্টি গলায় টিই-ই-টিক, টুটু, হুইট, পিইপিইট করে ডাকে। দরদালানের ফাঁক ফোকরে ও গাছের প্রাকৃতিক খোঁড়লে, কেউ কেউ আবার মাটিতে, কেউ ঝোপঝাড়ে বাসা বেঁধে থাকে। ডিমের সংখ্যা ৩ থেকে ৭টি। রঙ সাদা। কারো বা নীলচে। সাহসী পাখি হিসেবে দোয়েলের পরিচিতি আছে। সর্তক চোখ। চঞ্চল গতি। শক্ত ঠোঁট। বাসার কাছ বন্যজন্তু ও সাপ দেখলে তেড়ে যায়। জোড়ায় জোড়ায় থাকতে ভালবাসে। নিজের এলাকায় অন্য কাউকে ভিড়তে দিতে নারাজ দোয়েলা। অনেকেই শীত পরিযায়ী বা দেশান্তরী হয়। একটি দোয়েলে আয়ু প্রায় ১৫ বছর পর্যন্ত।
আমাদের দেশে কালো দোয়েল, কালো থ্রাশজাতীয় দোয়েলের দেখা মেলে। শান্ত এ পাখিটি লোকালয়ে থাকতে বেশি ভালবাসে।
Comments
Post a Comment