চন্দ্রকথন!

চাঁদ তো সব সময়ই দেখি। কিন্তু ঈদ এর চাঁদ? ওটা বছরে দু'বারই দেখা যায়। যদিও ওই চাঁদের আলাদা কোন চেহারা থাকে না কিংবা থাকে না তার গায়ে কোন লেখাজোখা। তবু সে নিয়ে আসে আনন্দ আর উল্লাস ভরা ঈদের খুশি। প্রাণে প্রাণে দিয়ে যায় দোলা। তাই তো ঈদের চাঁদ দেখার জন্য রমজানের শেষ দিনে সন্ধাবেলা ছেলে-বুড়ো সবাই জড়ো হয় খেলার মাঠে কিংবা বাড়ির ছাদে। চাঁদ দেখার আনন্দটা ছোটদেরই বেশি। আজ চাঁদ দেখা মানে আগামীকাল ঈদ। কি যে আনন্দ! ঈদ মানে উৎসব। চারিদিকে হল্লা করে উৎসবের জোয়ার। হাটে-মাঠে-ঘাঠে, গ্রামে-গঞ্জে সবখানে যেন বাতাসের কানে কানে গুনগুনিয়ে বাজে খুশির বার্তা। এই খুশির বার্তা নিয়ে আসে কে? চাঁদ। এক ফালি চাঁদ। একখানি বাঁকা চাঁদ। রমজান মাস সিয়াম সাধনার মাস। এটি চাঁদের মাস বা আরবি মাস। এটা চাঁদের মাস বা আরবি মাস। আরবি ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভর করে চলে। অর্থাৎ চাঁদ উঠলেই পরের মাস শুরু এবং পরবর্তী চাঁদ উঠলেই একটা মাস শেষ অন্য মাসের শুরু। সারা বছর আমরা চাঁদ উঠা দেখার জন্য অপেক্ষা না করলেও শাওয়ালের চাঁদ দেখার জন্য উন্মুখ হয়ে থাকি। কারণ শাওয়ালের চাঁদ মানেই তো উৎসব- শাওয়ালের চাঁদ মানেই তো আনন্দ। শাওয়া...