Posts

Showing posts with the label Mountain

আইয়ারস রক

Image
আইয়ারস রক অস্ট্রেলিয়ার উওরাঞ্চলে অবস্থিত একটি ছোট পাথরের পাহাড়। ১৮৭৬ সালে ডব্লিউ জি গোসে নামক একজন ইংরেজ পরিব্রাজক এই পাথরের পাহাড়টি আবিষ্কার করেন। ওই সময় দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আইয়ার। তারই নাম অনুসারে এই পাহাড়টির নাম আইয়ারস রক রাখা হয়। পাহাড়টির বিশেষত্ব হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটি হলুদ, কমলা, লাল, বেগুনি এমনকি কালো রঙও ধারণ করে। তবে জাদু কিংবা অলৌকিক কোনো শক্তির কারণে এমনটি ঘটে তা কিন্তু নয়। পাহাড়টির গঠন এমনই যে, আবহাওয়া কিংবা সূর্যরশ্মিন আপতন কোণের পরিবর্তনের সাথে সাথে এর রঙেরও পরিবর্তন ঘটে। স্থানীয় উপজাতিরা পাহাড়টির রঙ বদলের কারণে এটিকে ঈশ্বরের আবাসস্থল বলে মনে করে এবং পূজা করে। অস্ট্রেলিয়ান সরকার পাহাড়টির কাছে ৪৮৭ বর্গমাইল এলাকাজুড়ে মাউন্ট ওলনা ন্যাশনাল পার্ক স্থাপন করায় এটি বর্তমানে একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।