কুস্তির নাম সুমো
সুমো জাপানিদের অত্যন্ত জনপ্রিয় এক খেলা। এটি পৃথিবীর প্রাচীন খেলাগুলোর একটি যার উদ্ভব সপ্তম খ্রিস্টাব্দে। এটি শুধু খেলাই নয়, এর সাথে জড়িত নানা সংস্কার ও ধর্মীয় চিন্তাধারা। জাপানিদের বিশ্বাস সুমো খেলা আয়োজন করা হলে বেশি বেশি ফসল জন্মে। সুমো খেলোয়াড়রা ধর্মীয় ও সামাজিক দিক থেকেও বেশ সম্মানিত ব্যক্তি। আর চাকরির ক্ষেত্রেও সুমোয় পারদর্শিতা বিশেষ গুণ হিসেবে বিবেচিত হয়। তাই সুমো অ্যাসোসিয়েশন প্রতি বছরই বিশাল উৎসবের মধ্য দিয়ে সুমো খেলার আয়োজন করে। প্রতিবার দু’জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করে। এদের রিকিশি বলা হয়। আর প্রতি বছর ছয়টি গ্রান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টগুলো জানুয়ারী, মে ও সেপ্টেম্বর মাসে টোকিওতে এবং একটি করে ওসাকা (মার্চ), নাগোয়া (জুলাই) ও ফকয়োকায় (নভেম্বর) অনুষ্ঠিত হয়। প্রতিটি টুর্নামেন্ট রোববারে শুরু হয় এবং শেষও হয় রোববারে। আর ১৫ দিন ধরে চলে এই খেলা। যে সবচেয়ে বেশি খেলায় জেতে সেই হয় গ্রান্ড চ্যাম্পিয়ন বা ইয়োকোজুনা। তার জন্য রয়েছে বিপুল সম্মান ও অঢেল পুরস্কার। খেলার জায়গাটিকে দোহিও বলা হয়। দোহিওর ব্যাস হয় ১৫ ফুট। এটি মাটি ও বালুর সংমিশ্রণে তৈরি হয়। জায়গাটিকে তার...