বাস্পীয় ইঞ্জিনের আবিষ্কার (Steam Engine)
খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে আলেকজান্দ্রিয়াতে হিরো সর্বপ্রথম বাষ্পীয় শক্তিকে কাজে লাগানোর কথা চিন্তা করেন। তিনি ‘এমলোপল’ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন। প্রযুক্তিগত দিক দিয়ে এটি স্টিম ইঞ্জিনের কাছাকাছি হলেও এটিকে বাস্তবে কোনো কাজে লাগানো সম্ভব হয়নি। ১৬৪০ সালে মার্কুইস অব উর্সেস্টার, ১৬৮৭ সালে ডেনিস পাপিন এবং ১৬৯৮ সালে টমাস সার্ভেরি প্রত্যেকেই একটি করে বাস্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন। কিন্তু হিরোর মতো এদের তৈরি স্টিম ইঞ্জিনও অত্যন্ত ধীরগতির এবং একটানা কার্যকর ছিল না। স্কটল্যান্ডের জেমস ওয়াট প্রথম প্রথম দিকের তৈরি স্টিম ইঞ্জিনগুলো ভালভাবে পর্যবেক্ষণ করেন এবং সেগুলোর পরবর্তী সংস্করণ হিসেবে ১৭৬৯ সালে তৈরি করেন বাস্পীয় ইঞ্জিন। এটি আগের সব স্টিম ইঞ্জিনের চেয়ে কার্যকরী হলেও ১৭৭৪ সালের আগে ওয়াট তার আবিষ্কারকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন নি। প্রথম দিকে ওয়াটের আবিষ্কৃত যন্ত্রটি লেদ ও স্পিনিং মেশিনে চালানোর কাজে ব্যবহার হলেও পরে ট্রেন ও জাহাজ চালানোর কাজে ব্যবহার করা হয়।
Comments
Post a Comment